তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই | Tomaro asime pran mon loye - Bangla Song lyrics

তোমার অসীমে প্রাণমন লয়ে যত দূরে আমি ধাই--

     কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই ॥

          মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ,   দুঃখ হয় হে দুঃখের কূপ,

              তোমা হতে যবে হইয়ে বিমুখ আপনার পানে চাই॥

হে পূর্ণ, তব চরণের কাছে   যাহা-কিছু সব আছে আছে আছে--

     নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই।

          অন্তরগ্লানি সংসারভার   পলক ফেলিতে কোথা একাকার

              জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই ॥

Bnbooks is one of the largest archieve storage of pdf books, Bengali story, Bangla Kobita, Lyrics and all Kinds of Literature. Tags: Free Bangla pdf books download, Bangla Kobita, Technology News, Song Lyrics.